জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
জেসিএফ জব সার্কুলার ২০২২ঃ জাগরণী চক্র ফাউন্ডেশন ( জেসিএফ) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা JCF এনজিও বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক জেসিএফ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও নিয়োগ ২০২২ বিস্তারিত নিচে দেওয়া হল।Jobcontext:
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনে উপ-পরিচালক (কর্মসূচি) পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীর নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Job Responsibilities:
কার্যক্রম বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি ও মনিটরিং কাজে পারদর্শী হতে হবে। এছাড়াও স্বাধীনভাবে প্রজেক্ট প্রপোজাল ও প্রতিবেদন তৈরীসহ সরকারি, বেসরকারি ও দাতাসংস্থার সাথে যোগাযোগ ও সমন্বয়সাধনে দক্ষ হতে হবে।
Employment Status:
Full-time
Workplace
Work at office
Educational Requirements:
স্নাতকোত্তর।
সকল পরীক্ষায় কমপক্ষে 2য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: 4.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.00 এবং 5.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে।
আরো দেখতে পারেনঃ
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। এনজিও চাকরির খবর
উদ্দীপন এনজিও নিয়োগ 2022। চলমান এনজিও নিয়োগ ২০২২
রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। এরিয়া ম্যানেজার পদে চাকরি
Experience Requirements:
At least 15 year(s)
Additional Requirements:
Age at most 50 years
এনজিও/আইএনজিও এর Education প্রকল্প/ কর্মসূচিতে প্রকল্প সমন্বয়কারী/ প্রকল্প পরিচালক/ প্রকল্প প্রধান হিসেবে কাজের ন্যূনতম 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কার্যক্রম বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি ও মনিটরিং কাজে পারদর্শী হতে হবে। এছাড়াও স্বাধীনভাবে প্রজেক্ট প্রপোজাল ও প্রতিবেদন তৈরীসহ সরকারি, বেসরকারি ও দাতাসংস্থার সাথে যোগাযোগ ও সমন্বয়সাধনে দক্ষ হতে হবে।
জব লোকেশনঃ
যশোর
জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ 2022
বেতনঃ
সর্বসাকুল্যে =1,18,725 টাকা। শিক্ষানবীশকাল 6 মাস। সন্তোষজনক শিক্ষানবীশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। সুযোগ সুবিধাসমূহ: বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
Job Source
Bdjobs.com Online Job Posting.
Read Before Apply
আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, 46 মুজিব সড়ক, যশোর-7400/ ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সিভি পিডিএফ ফরমেটে সংযুক্ত করতে হবে।
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।
ইতোপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষন এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।*Photograph must be enclosed with the resume.
Apply Procedure
Send your CV to job.jcf@gmail.com or to Email your CV from MY BDJOBS account.
বীজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। পদ সংখ্যাঃ ৭০০
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২. TMSS Job Circular 2022
Application Deadline : 5 Jul 2022