আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।ASA New Job Circular 2022
আশা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আশা এনজিও মাইক্রোক্রেডিট অথোরিটি কতৃক সনদ প্রাপ্ত এমআরএ সনদ নম্বরঃ ০০৪৭০-০০৫৩৮-০০১০০ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা। যা দেশের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ঋন পরিচালনা করে থাকে। “আশা ” বিশ্বের সর্ববৃহৎ আত্ননির্ভর ক্ষুদ্র ঋন প্রদানকারী প্রতিষ্ঠান (MFI) সংস্থাটি সারাদেশে ব্যাপী বিস্তৃত ৩০৭৩টি শাখার মাধ্যমে ২৫৩৪৬জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় ৭২ লক্ষ সদস্যকে ক্ষুদ্র ঋন সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমানে আশা এনজিওতে Micro, Small & Medium Entrepreneur(MSME) কার্যক্রমের জন্য মাঠ পর্যায়ে “অফিসার (এমএসএমই)” পদে লোকবল নিয়োগ করা হবে।
০২/০৫/২০২২ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকের কাংখিত আশা এনজিও চাকরির ইচ্ছার কথা বিবেচনা করে আজকের পোস্ট। যে সমস্ত আশা এনজিও চাকরির প্রার্থী দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করে আছেন এবং প্রতিনিয়ত অনলাইনে আশায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ লিখে খোঁজ করেন তাদের জন্য সুখবর আশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
“অফিসার (এমএসএমই)” পদে আশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির কতৃপক্ষ। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালো ভাবে ধারণা নিয়ে আবেদন করে আশা এনজিওতে চাকরি করে আপনার ক্যারিয়ার গড়ার সুযোগ নিন। তাহলে আর দেরি না করে আশা এনজিওতে নিয়োগ আবেদন করুন আজই। আবেদনের শেষ তারিখঃ ১৩/০৬/২০২২ ইং
আশায় নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ তথ্য
সংস্থাঃ আশা
পদের নামঃ অফিসার (এমএসএমই)
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ ২৭৫০০/-টাকা
সুযোগ সুবিধাঃ সংস্থার নিয়ম অনুযায়ী
বয়সঃ আবেদন পত্র পাঠানোর সময়সীমায় বয়স ৩৩ বছর (NID) কার্ড অনুসারে)
পিদিম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ডিবিএল ফার্মাসিটিকালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
অভিজ্ঞতাঃ সার্কুলার দেখুন
চাকরির ধরনঃ এনজিও চাকরি
চাকরির প্রকৃতিঃ নিয়মিত / ফুল- টাইম
পাবলিশ ডেটঃ ০২ জুন ২০২২
ডেডলাইনঃ ১৩ জুন ২০২২
শিক্ষাগত যোগ্যতাঃযেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক পাশ। শিক্ষা জীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেনী বা জিপিএ ২.৫০(৫.০০ এর মধ্যে)/জিপিএ ২.০০ (৪.০০এর মধ্যে)এর নীচে ফলাফল গ্রহনযোগ্য হবে না।
লোকেশানঃ সংস্থার মাঠ কার্যালয়
চাকরির শর্তাবলীঃ প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী, কর্মতৎপর এবং সদালাপী হতে হবে। বাংলাদেশের যেকোন জায়গায় কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা সহ বৈধ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আগামী ১৩/০৬/২০২২ এর মধ্যে (মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা সহ) পূনাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পত্র www.bdjobs.com এই ঠিকানায় পাঠাতে হবে।
![]() |
bdlatestjobz.com-ASA NGO New Job Circular 2022 |
Asha NGO vary nice