সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সিএসএস এনজিও খুলনা জেলায় বটিয়াঘাটায় অবস্থিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা দেশের বিভিন্ন জেলা উপজেলায় ক্ষুদ্র ঋন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক ক্ষুদ্র ঋন কে আরো সম্প্রসারণের লক্ষ্যে সিএসএস এনজিও শাখা ব্যাবস্থাপক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Christian Service Society (CSS) job Circular 2022 আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী আগামী ০৪/০৭/২০২২ তারিখের মধ্যে আবেদন করতে পারবে।
খৃষ্টিয়ান সার্বিস সোসাইটি (সিএসএস) জব সার্কুলার২০২২
পদের নামঃ শাখা ব্যাবস্থাপক
পদ সংখ্যাঃ ২০
প্রকাশের তারিখঃ২৫/০৬/২০২২
আবেদনের শেষ তারিখঃ ০৪/০৭/২০২২
Job Responsibilities:
- অফিস ব্যবস্থাপনা।
- কর্মী ব্যবস্থাপনা।
- কর্ম এলাকা নির্ধারণ।
- দল ব্যবস্থাপনা ও পরিদর্শন এবং মনিটরিং করা।
- বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা।
- প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
- তহবিল ব্যবস্থাপনা।
- অফিস ব্যয় পরিচালনা করা।
- এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুত করা ।
- ব্রাঞ্চের সকল হিসাব সংরক্ষণ করা ।
- মাসভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ করা।
- জনসংযোগ করা।
- অফিসের মেস ব্যবস্থাপনা করা।
- ঋণ ব্যবস্থাপনা।
- সঞ্চয় ব্যবস্থাপনা।
- নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।
- পাশ বই ও এল ও রেজিস্টার শিট চেকিং করা ।
Employment Status:
Full-time
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
CSS Job Circular 2022
এগুলো দেখতে পারেনঃ
এনজিও চাকরি
এনসিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২.NCC bank Job Circular 2022
চলমান এনজিও নিয়োগ ২০২২ । রিসডা বাংলাদেশ
অভিজ্ঞতাঃ
At least 3 year(s)
The applicants should have experience in the following area(s):
Micro Credit, Micro Finance, NGO
Additional Requirement:
Age at most 37 years
Both males and females are allowed to apply
এমআরএ সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার বা সহকারি ব্রাঞ্চ ম্যানেজার বা সমমান পদে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
মাইক্রোফাইন্যান্স এর উপর প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
প্রার্থীর মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
প্রার্থীর বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে ।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে ।
Job Location:
Anywhere in Bangladesh
বেতনঃ
Tk. 26650 – 31970 (Monthly)
অস্থায়ী (২৬,৬৫০-২৯,৪৫০), স্থায়ী হলে (২৯,১৩০-৩১,৯৭০) টাকা। উল্লেখ্য, যে সকল প্রার্থী ইতোমধ্যে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন বা অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে শাখা ব্যবস্থাপক হিসেবে অভিজ্ঞতার জন্য বর্তমান বেতন স্কেলের সাথে ইনক্রিমেন্ট সংযুক্ত করে বেতন স্কেল নির্ধারণ করা হবে
সুযোগ সুবিধাঃ
বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল ফিতর, পবিত্র ঈদ-উল আযহা এবং শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্য প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুয়িটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, মোটর সাইকেল জ্বালানি বিল প্রদান, কর্মীদের আবাসিক সুবিধা, তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।
সিএসএস জব সার্কুলার ২০২২
Hard Copy
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীদের পরীক্ষার দিন নগদ ৩০০/= টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) প্রদান করে নির্বাচনী (লিখিত/ মৌখিক/উভয়) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ২০,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। ই-মেইলের মাধ্যমে প্রেরিত সিভি/ ডকুমেন্টস্ গ্রহণ করা হবে না।
চলমান এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। সমৃদ্ধি কর্মসূচি
সচেতন সোসাইটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। Sachetansociety.org.bd
এখন আর চাকরি খোঁজার দরকার নেই৷ অনলাইন
মাত্র এক ক্লিক $1000 মধ্যে আপনি ডলার চালু করতে পারেন. https://Crync.elletvweb.it/gotodate/go
আর্থিক স্বাধীনতা কি এই রোবট গ্যারান্টী বা নিশ্চয়তা দিচ্ছে. https://Crync.elletvweb.it/gotodate/go