নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
![]() |
Ngo job Circular 2022-nusa job |
নড়িয়া উন্নয়ন সংস্থা জাতীয় প্রর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। যার এমআরএ সনদ নং(০০০৪৬-০০৩২৭-০০৪২২) এটি দেশের শরিয়তপুর, মাদারীপুর,চাঁদপুর, ফরিদপুর, বরিশাল ও মুন্সিগঞ্জ জেলায় সুনামের সহিত পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসাবে ঋন কার্যক্রম পরিচালনা করে আসছে। ঋন কার্যক্রম আরও সসম্প্রসারিত করার লক্ষে নড়িয়া উন্নয়ন সংস্থা(নুসা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নুসা এনজিও নিয়োগ ২০২২ আবেদনের শেষ তারিখ ১৬/০৬/২০২২ আগ্রহী প্রার্থীগন আবেদনের শেষ তারিখের মধ্যে আবেদন পত্র নিন্মলিখিত ঠিকানায় পাঠাতে পারবে।
নড়িয়া উন্নয়ন সংস্থা নুসা এনজিও নিয়োগ ২০২২
সংস্থাঃ নড়িয়া উন্নয়ন সংস্থা (নুসা)
পদের নামঃ শাখা ব্যাবস্থাপক
পদ সংখ্যাঃ ০৫ টি
যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ ০৩ বছর
চাকরির ধরনঃ বেসরকারি/ এনজিও চাকরি
বয়সঃ ৩৫ বছর
জব লোকেশনঃ বাংলাদেশের যেকোন জায়গায়
প্রকাশের তারিখঃ২৪/০৫/২০২২
শেষ তারিখঃ ১৬/০৬/২০২২
উৎসঃ bdjobs.com online job posting
NUSA NGO Job Circular 2022
সুযোগ সুবিধাঃ
নিয়োগের পর ৬ মাস শিক্ষানবিসকাল সফল ভাবে সম্পন্নের পর সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটি, ৩টি উৎসব ভাতা, বার্ষিক বেতনবৃদ্ধি, ছুটি নগদায়ন, পদোন্নতির সুযোগ(প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি প্রদান করা হবে। নির্ধারিত হারে মোবাইল বিল ও ফুয়েল বিল পাবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো বাধ্যতামুলক।
আবেদন প্রক্রিয়াঃ
উল্লেখিত পদের জন্য নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)`র অনুকুলে ২০০ টাকার ব্যাংকড্রাফ্ট/পে অর্ডার (অফেরৎরযাগ্য) জমাদিতে হবে।
সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জুন ২০২২ইং তারিখের মধ্যে পূর্ন জীবন-বৃত্তান্ত,মোবাইল নম্বর, সদ্য তোলা ৩ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন, কর্মরত সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদন উপ-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) বিভাগ বরাবর প্রেরনের জন্য অনুরোধ করা গেল। প্রেরনের ঠিকানা: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডাকঘর: নড়িয়া-৮০২০,উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর।