চলমান এনজিও পল্লী প্রগতি সহায়ক সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
![]() |
চলমান এনজিও নিয়োগ –bdlatestjobz.com |
পল্লী প্রগতি সহায়ক সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পল্লী প্রগতি সহায়ক সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে সুপারভাইজার(শিক্ষা), সমৃদ্ধি কর্মসূচি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
পল্লি প্রগতি সহায়ক সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ বাংলাদেশী যোগ্যতা সম্পন্ন সকল নাগরিক সুপারভাইজার(শিক্ষা), সমৃদ্ধি কর্মসূচি পদে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ২৮/০৪/২০২২ আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীগন নিন্মলিখিত ঠিকানায় সঠিক ভাবে আবেদন করে চাকরির সুযোগ নিতে পারেন।
পল্লি প্রগতি সহায়ক সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদঃ সুপারভাইজার(শিক্ষা), সমৃদ্ধি কর্মসূচি
খালি পদঃ০১
যোগ্যতাঃ বিএ বা সমমান
বেতনঃ ১২০০০/- টাকা মাসিক
অভিজ্ঞতাঃসংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সঃ ৪০ বছর
চাকরির ধরনঃ এনজিও চাকরি
জব লোকেশানঃফরিদপুর
অন্যান্য সুযোগ সুবিধাঃ সংস্থার নিয়ম অনুযায়ী
চাকরির প্রকৃতিঃ চুক্তিভিত্তিক
বিজ্ঞপ্তির উৎসঃ bdjobs.com online job portal
চলমান এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পাবলিশ ডেটঃ ১৯ এপ্রিল ২০২২
ডেডলাইনঃ০৭ মে ২০২২
চলমান এনজিও সমৃদ্ধি কর্মসূচি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীগন আগামী ০৭ মে ২০২২ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, সকল শিক্ষা গত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদের ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর সহ পল্লী প্রগতি সমিতি, প্রশাসন বিভাগ,প্রধান কার্যালয়,শাপলা সড়ক, আলীপুর, ফরিদপুর -৭৮০০ বরাবর ডাক /কুরিয়ারে আবেদন পাঠাতে হবে। অথবা আবেদন ইমেইল করতে পারবেন ইমেইল info@ppssbd.org
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে