Community Development Centre (CODEC) (NGO) Job Circular 2022
![]() |
codec-bdlatestjobz.com |
কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
Community Development Centre (CODEC) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা শরনার্থী শিশু দের ECD,LCFA,and MC বেচ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক দের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সংস্থাঃকোডেক
কর্মসূচিঃ রোহিঙ্গা শরনার্থী শিশু দের শিক্ষা কার্যক্রম
পদের নামঃProgram Organizer (MC)
পদ সংখ্যাঃ ০৪ জন
বেতনঃ 39600/- মাসিক বেতন
সুযোগ সুবিধাঃ সংস্থার নিয়ম অনুযায়ী
বয়সঃ ২৫-৩৫ বছর
অভিজ্ঞতাঃ প্রোজেক্ট অথবা মাঠ সংগঠক,এনজিও তে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরনঃ এনজিও চাকরি
চাকরির প্রকৃতিঃ চুক্তিভিত্তিক
পাবলিশ ডেটঃ ০৮ এপ্রিল ২০২২
ডেডলাইনঃ ১৪ এপ্রিল ২০২২
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
লোকেশানঃ Cox’s bazar (Teknaf Ukhia)
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীগন কে আগামী ১৬/০৪/২০২২এর মধ্যে আবেদন পত্র পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত, পার্সপোর্ট সাইজের ২ কপি ছবি সকল শিক্ষা গত যোগ্যতার সনদ পত্র, অভিজ্ঞতার সনদ পত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদন পত্র নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC) প্লট- ০২, Road -02,Lake Valley R/A,Foy’s Lake,Khulshi, Chittagong বরাবর পাঠাতে হবে। শুধু মাত্র বাছাই কৃত সংক্ষিপ্ত তালিকা ভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। খামের উপর আবেদন কৃত পদের নাম উল্লেখ করতে হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়।
এনজিও চাকরির খবর ২০২২ | কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সংস্থার ঠিকানা
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC)
প্লট- ০২, Road -02,Lake Valley R/A,Foy’s Lake,Khulshi, Chittagong
website: www.codecbd.org