বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্রকুলার ২০২২/ Bangladesh Navy Job Circular 2022
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্রকুলার ২০২২ কতৃপক্ষের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর চাকরি নামে তরুন দের জন্য সপ্নের চাকরি। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্রকুলার ২০২২ এ যোগদানের মাধ্যমে দেশ সেবার সুযোগ নিতে পারেন। বাংলাদেশের তরুন প্রজন্ম বেসামরিক বাহিনীর চাকরির জন্য অপেক্ষা করে থাকেন। যেসমস্ত তরুন সমাজ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় ছিলেন এবং অনলাইনে নিয়মিত নৌবাহিনী নিয়োগ সার্রকুলার ২০২২, বাংলাদেশ নৌবাহিনীর চাকরির খবর, নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,নৌবাহিনীর চাকরি, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২সার্রকুলার খোঁজ করে থাকেন তাদের কে বলছি বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ প্রকাশিত হয়েছে। নিচে অরজিনাল অফিসিয়াল নোটিশ দেওয়া হল এটা দেখে আপনি যোগ দিতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে। এছাড়াও অনলাইনে আবেদন লিংক দেওয়া হল যার মাধ্যমে ও আপনি আবেদন করতে পারবেন।
Join Bangladesh Navy Take SMART Decision
পদঃ সরাসরি কমিশন্ড অফিসার
চাকরির ধরনঃ সরকারি
বয়সঃ ২৮- ৩০
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
শিক্ষাগত যোগ্যতাঃ অরজিনাল সার্কুলার দেখুন
জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক
আবেদনের সময়সীমাঃ ৩১ মে ২০২২
বাংলাদেশ নৌবাহিনীর চাকরি ২০২২
APPLY NOW
আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীগন কে www.joinnavy.navy.mail.bd ওয়েবসাইট এ গিয়ে হোম পেজের বাম পার্শে Apply Now বাটনে ক্লিক করার মাধ্যমে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্রকুলার
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কতৃপক্ষ কতৃক বাংলাদেশ নৌবাহিনী সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাবিক ও এমওডিসি (নৌ) সংশোধিত বিজ্ঞাপন বি-২০২২ ব্যাচ প্রকাশিত হয়েছে। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে অনলাইনে আবেদন করে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে পারেন। নাবিক ও এমওডিসি (নৌ) সংশোধিত বিজ্ঞাপন বি-২০২২ ব্যাচ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন লিংক নিচে দেওয়া হল। আপনি চাইলে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিডে পারেন।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্রকুলার ২০২২
নাবিক ও এমওডিসি (নৌ) পদে অনলাইনে আবেদন ফরম পুরোন করে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নিদিষ্ট সময়ে এবং নিদিষ্ট জায়গায় উউপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎ দিয়ে দেশ সেবার সুযোগ নিন। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২এর সংসোধণী অফিসিয়াল নোটিশ দেখে আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা: নৌবাহিনীর নিয়োগ ২০২২ নতুন প্রকাশিত নাবিক ও এমওডিসি পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগে এসএসসি (SSC)/সমমান পাশ। নূন্যতম জিপিএ থাকতে হবে 3.50। এছাড়া অগ্রাধিকার প্রাপ্ত প্রার্থীদের মধ্যে আছে এসএসসিতে উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে নূন্যতাম ’এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থী।
শারীরিক যোগ্যতা: শারীরিক যোগ্যতা হিসেবে নৌবাহিনীর সিম্যান, পেট্রোলম্যান, কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস এবং এমওডিসি (নৌ) পদের ক্ষেত্রে উচ্চতা: ৫ ফুট ৪, ৬, ৮ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০-৩২ ইঞ্চ এবং সম্প্রসারণ ২ ইঞ্চি। শারীরিক ওজন বয়স ও উচ্চতা অনুসারে, দৃষ্টি শক্তি-৬/৬ থাকতে হবে।
নৌবাহিনীতে আবেদনের বয়স ও অন্যন্য শর্ত: “সকল পদের জন্য”: আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশী পুরুষ নাগরিক হতে হবে। সাঁতার জানা থাকতে হবে এবং অবিবাহিত হতে হবে। আবেদনের জন্য বয়স ০১ জুলাই ২০২২ তারিখে নাবিক পদে: ১৭-২০ এবং এমওডিসি (নৌ) পদে: ১৭-২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
আবেদন লিংকঃ www.joinnavy.navy.mail.bd
অনলাইনে আবেদনের সময়সীমাঃ১৭ ফেব্রয়ারী থেকে ০৭ মার্চ ২০২২
Bangladesh Navy job Circular 2022/ বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ সার্রকুলার ২০২২ সহ সরকারি বেসরকারি সকল ধরনের চাকুরির খবর পেতে “বিডি লেটেস্ট জবস ” নিয়মিত ভিজিট করডে পারেন।