এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।। ACI job Circular 2022
![]() |
aci limited job image |
এসিআই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
এসিআই লিমিটেড বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি। যা মানুষের প্রয়োজনীয় বিভিন্ন প্রডাক্ট উৎপাদন এবং বাজারজাত করে থাকে। এসিআই লিমিটেড ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা দেশ ব্যাপি তাদের পন্যর সাথে মানুষের সংযোজন সৃষ্টি করছে। এসিআই লিমিটেড বহুজাতিক পন্য উৎপাদন এবং বাজারজাত করনের মাধ্যমে তাদের ব্যাবসাকে উন্নতির শিখরে অবস্থান করছে। এসিআই লিমিটেড কতৃপক্ষ ফার্মাসিটিকালস্ এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসিআই লিমিটেড ফার্মাসিটিকালস্ সেলস্ টিমে যোগ দেওয়ার জন্য নিন্মলিখিত তারিখ ও ঠিকানায় সরাসরি সাক্ষাৎ এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এসিআই লিমিটেড এ আপনার ক্যারিয়ার গড়ার জন্য সংস্থা কতৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালো ভাবে ধারণা নিয়ে নিন্মলিখিত তারিখ ও ঠিকানায় সরাসরি উপস্থিত সরাসরি সাক্ষাৎ দিতে হবে।
একনজরে এসিআই লিমিটেড জব সার্কুলার ২০২২
কোম্পানির নামঃ এসিআই লিমিটেড
পদের নামঃField Marketing Executive
চাকরির ধরনঃ কোম্পানির চাকরি
ACI Company job Circular 2022
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতক, এসএসসি তে বিজ্ঞান বিভাগ থাকতে হবে।
অভিজ্ঞতাঃ লাগবে না।
জব লোকেশানঃ বাংলাদেশের যেকোন জায়গায়।
বয়সঃ৩০ বছর
এসিআই কোম্পানির চাকরির খবর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ সুবিধাঃ সংস্থার নিয়ম অনুযায়ী।
শূন্য পদঃ নিদিষ্ট না।
চাকরির প্রকৃতিঃ নিয়মিত/ ফুল- টাইম
Advanced Chemical Industries (ACI) job Circular 2022
Published date: 10 April 2022
Deadline : 15,16 April 2022
ACI Job Circular 2022
আবেদনের নিয়মাবলীঃ
আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীগন কে আগামী ১৫,১৬ তারিখ (শুক্রবার, শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২ টার মধ্যে নভো টাওয়ার, লেভেল -৫,২৭০,তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা -১২০৮ এই ঠিকানায় ওয়াক-ইন লিখিত পরীক্ষা এবং ভাইভা এর জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মূলকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র এবং মার্কশিট( মূল ও ফটোকপি) নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।