আইডিয়াল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।সিনিয়ার প্রোগ্রাম অফিসার (এলাকা ব্যাবস্থাপক)পদে চাকরি দিচ্ছে আইডিয়াল।
আইডিয়াল এনজিও এরিয়া ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আইডিয়াল এনজিও সাতক্ষীরা জেলার বিভিন্ন ধরনের উন্নয়ন মুলুক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করার জন্য কিছু সংখ্যাক সিনিয়ার প্রোগ্রাম অফিসার (এলাকা ব্যাবস্থাপক) নিয়োগ করা হবে।
আইডিয়াল এনজিও চাকরির খবর, আইডিয়াল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
চাকরির ধরনঃএনজিও চাকরি
পদবিঃ সিনিয়ার প্রোগ্রাম অফিসার (এলাকা ব্যাবস্থাপক)
পদ সংখ্যাঃ০২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতকোত্তর /সমমান
অভিজ্ঞতাঃ ক্ষুদ্র ঋন কার্যক্রমে কমপক্ষে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অবশ্যই ককম্পিউটার পরিচালনা দক্ষতা, সফটওয়্যারে ঋন পতিবেন বিশ্লেষণ দক্ষতা, এবং প্রতিবেদনে তৈরীর দক্ষতা থাকতে হবে।
মোটরসাইকেল চালনা দক্ষতা এবং বৈদ্য ডিরাভিং লাইসেন্স থাকতে হবে।
আইডিয়াল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
বেতনঃ
অন্যন্য সুযোগ সুভিদাঃচাকুরিতে স্থায়ী করনের পর সংস্থার নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুভিদা প্রদান করা হবে।
বয়সঃ৪৫বছর
তবে অভিজ্ঞতা থাকলে অগ্রঅধিকার দেওয়া হবে।
আডিয়াল এনজিওতে চাকরি
Location: সাতক্ষীরা
আবেদনের শেষ তারিখঃ ১৩ এপ্রিল ২০২২
Published date : ১৬ মার্চ ২০২২
website :www.idealsatkhira.org
আইডিয়াল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।এরিয়া ম্যানেজার পদে আইডিয়ালে চাকরি
আবেদনের নিয়মাবলী
Hard Copy: আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট আকারের ছবি এবং মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত ও আবেদনপত্র নিম্ন ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রয়োজনীয় মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। মোঃ নজরুল ইসলামপরিচালক, আইডিয়াল পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা।মোবা : ০১৭১১-৮৬৬৫০৪ ই-মেইল: ideal_ni@yahoo.comওয়েব: www.idealsatkhira.org
বিঃ দ্রঃ – প্রার্থীদের আবেদন পত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নাই।