ডিসকো ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। PROGRAM SUPPORT OFFICER(PSO)পদে চাকরি দিচ্ছে ডিসকো ফাউন্ডেশন
DASCOH ফাউন্ডেশন এনজিও প্রোগ্রাম সাপোর্ট অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২.DASCOH Foundation Job Circular 2022
DASCOH ফাউন্ডেশন USAID এর আর্থিক সহায়তায় Save The Children International, বাংলাদেশের অংশীদারত্বে USAID মামনি মাতৃত্ব ও নবজাতকের যত্ন শক্তিশালীকরন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে প্রোগ্রাম সাপোর্ট অফিসার পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিদের কাছ থেকে আগামী ০৩ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে নিন্মোক্ত ঠিকানায় দরখাস্ত পাঠাতে আহবান করা হচ্ছে।
ডিসকো ফাউন্ডেশন মামনি মাতৃত্ব ও নবজাতকের যত্ন শক্তিশালীকরন প্রকল্পে চাকরির খবর, ডিসকো ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
চাকরির ধরনঃএনজিও চাকরি
পদবিঃ প্রোগ্রাম সাপোর্ট অফিসার
পদ সংখ্যাঃঅনিধারিত
শিক্ষাগত যোগ্যতাঃ ফিনান্স/অ্যাকাউন্টিং/ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি; উচ্চ অভিজ্ঞ প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে।
অভিজ্ঞতাঃ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
ডিসকো ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। DASCOH FOUNDATION JOb Circular 2022.
বেতনঃ ২৮৫১০/-
অন্যন্য সুযোগ সুভিদাঃচাকুরিতে স্থায়ী করনের পর সংস্থার নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুভিদা প্রদান করা হবে।
বয়সঃ৪৫বছর
তবে অভিজ্ঞতা থাকলে অগ্রঅধিকার দেওয়া হবে।
DASCOH Foundation এনজিওতে চাকরি
Location: চাঁদপুর,লক্ষীপুর ,ময়মনসিংহ,নেত্রকোনা
আবেদনের শেষ তারিখঃ ০৩ এপ্রিল ২০২২
Published date : ১৬ মার্চ ২০২২
website :www.dascoh.org
ডিসকো ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।প্রোগ্রাম সাপোর্ট অফিসার অফিসার পদে ডিসকো ফাউন্ডেশনে চাকরি
আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীগন আগামী ০৩ এপ্রিল ২০২২ তারিখের মধ্য সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সাম্প্রতিক তোলা ১ কপি পাসপোর্ট আকারের ছবি এবং মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত ও আবেদনপত্র নিম্ন ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রয়োজনীয় মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), DASCOH ফাউন্ডেশন , লুথেরান মিশন কমপ্লেক্স, ডিঙ্গাডোবা, রাজপাড়া, রাজশাহী-6201
বিঃ দ্রঃ -অবশ্যই সিবি তে ২ জন রেফারেন্স কারীর নাম (অতীত এবং বতর্মান) চাকরি দাতা উল্লেখ করতে হবে।
শুধু মাত্র হার্ড কপি আবেদন পত্র যাচাই-বাছাই এর জন্য গ্রহন করা হবে
আবেদন কারীকে অবশ্যই সিভির সংগে ছবও সংযুক্ত করতে হবে।