ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়েটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। অষ্টম শ্রেণি পাসে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।
অষ্টম শ্রেণি পাশে চাকুরি দিচ্ছে ব্র্যাক। ওয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ব্র্যাক লার্নিং সেন্টারে
আবেদনের শেষ তারিখঃ ১২/০৩/২০২২
বেতনঃN/A
others benefits
স্বাস্থ্য ও জীবন বীমা,উৎসব ভাতা,ভবিষ্যনিধি,আনুতোষিক ও অন্যন্য
Job location :বাংলাদেশের যেকোন বিএলসি
Requirements
Education :
যেকোন স্বীকৃত প্রতিষ্টান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃN/A
Job Nature :Full time
Work place
Work at office
ব্র্যাক বাবুচি নিয়োগ বিজ্ঞপ্তি
Save The children job circular 2022
ব্র্যাক একটি আন্তর্জাতিক উন্নয়নমুলক প্রতিষ্টান। ব্র্যাক বাংলাদেশ ছাড়াও আরো প্রায় বার টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ব্র্যাক টানা ৫ বারের মতো বিশ্বের নাম্বার ১ এনজিও হিসাবে স্কৃতি পেয়েছে। ব্র্যাক বাংলাদেশে মাইক্রোফাইন্যান্স সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলুক কাজ করে যাচ্ছে। ব্র্যাক তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং কর্মিদের গুন গত মান উন্নয়ন করার জন্য ব্র্যাক লার্নিং ডিভিশন চালু করা হয়। ব্র্যাক লার্নিং সেন্টারে বেশ কিছু সংখাক বাবুচি নিয়োগ করা হবে।
জব কন্টেন্টঃ
১.খাবার পরিবেশন করার পূর্বেই ডায়েনিং টেবিল গোছানো প্লেট পরিস্কার করে রাখা।
২.চাহিদা মাফিক এবং সময় মত খাবার পরিবেশন করা। অতিথি কে দেয়া বসতে বলা।
৩.ড্রেস কোড ব্যবহার করা।
৪.প্রতিবেলা কত জন খেয়েছে তা হিসাব রাখা, মিল বর্ডারদের হিসাব রেজিস্ট্রার খাতায় সঠিক ভাবে এর্ন্টি করা।
৫.ডায়েনিং, রান্নাঘর ফ্রিজ, যাবতীয় তৈজসপত্র, পরিষ্কার পরিছন্ন রাখা।এবং রক্ষানাবেক্ষন করা।
৬.কোন উপকরণ হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তা কমিটি কে জানানো।
৭.পচনশীল দ্রব্য ব্যবহারে সতর্ক থাকা।
৮.যথা সময়ে চা নাস্তা সরবরাহ করা,চা নাস্তা করা হয়ে গেলে চায়ের কাপ পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলা।
৯.বেসিনে সাবান পানি ও তোয়ালে নিশ্চিত করা, প্রতি বেলায় তোয়ালে পরিবর্তন করা।
১০.অপারেশন বিভিন্ন সেক্টরের মধ্য সন্ময় সাধন করা এবং দলগত ভাবে তাদের কাজে সহায়তা করা।
উল্লেখ থাকে যে ওয়েটার উপরোক্ত কায্যবলির পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজনের প্রেক্ষিতে কতৃপক্ষ প্রদান অন্যান্য কাজ করতে হবে।
ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়েটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। অষ্টম শ্রেণি পাসে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Apply online
Job source :
Online
Read be fore Apply
ব্র্যাক একটি পরিবার। ব্র্যাক বিশ্বাস করে জাতি,বংশ,ধর্ম বর্ন পেশা প্রতিবন্ধকতা, আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে সকলের জন্য সম সুযোগ প্রদানে বিশ্বাসি।ব্র্যাক নিয়োগের ক্ষেত্রে সম সুযোগ দিয়ে থাকে। কোন প্রকার যোগাযোগ প্রার্থির অযোগ্য বলে বিবেচিত হবে।ব্র্যাক প্রতিবন্ধ প্রার্থীদের আবেদন করতে উত্সাহিত করে।
ব্র্যাক এ ক্যারিয়ার গড়তে আজই যোগ দিন ব্র্যাকএ এসম্পর্কে আরো বিস্তারিত জানতে ব্র্যাকের নিজস্ব website এ গিয়ে জানতে পারেন। ব্র্যাক সকলের অধিকার নিশ্চত করতে বিশেষ করে বঞ্চিত এবং অবহেলিত জনগোষ্ঠীর তাদের অধিকার আদায়ে কাজ করছে।
আবেদন প্রক্রিয়াঃ Online brac Careers. Net থেকে আবেদন করতে হবে।
আবেদন লিংকঃhttps://careers.brac.net/
উপরের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন
published date:০১/০৩/২০২২
Company Information
BRAC
Adress:
Brac centre, 75 Mohakhali , Dhaka 1212
Website :http://www.brac.net/